কববের উপর বাতি জ্বালানো

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

কবরের উপরে বাতি জ্বালানো জায়িয কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কবরের উপরে বা কবরের পার্শ্বে বাতি দেয়া শরী‘আতে কুসংষ্কার বলে আখ্যায়িত হয়েছে। বস্তুতঃ এটা হিন্দুয়ানী প্রথা- যা অগ্নিপূজক পৌত্তলিকদের সাদৃশ্য। এ কারণে হাদীস শরীফে এ ব্যাপরে কঠোরভাবে নিষেধাজ্ঞা এসেছে।

হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, “রাসূলুল্লাহসাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ঐ সমস্ত লোকদেরকে অভিসম্পাত করেছেন, যারা কবর যিয়ারতের জন্য কবরস্থানে উপস্থিত হয় এবং ঐ সমস্ত লোকদের, যারা কবরের উপর সৌধ তৈরী করে ও বাতি প্রজ্জ্বলিত করে।

অন্য এক হাদীসে হযরত আয়িশা e থেকে বর্ণিত আছে, রাসূল্লাহসাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “কেউ যদি ইসলাম ধর্মের মধ্যে এমন কিছু আবিষ্কার করে, যা ইসলামের মধ্যে নেই, তাহলে তা গর্হিত।” সুতরাং কবরে বাতি দেয়া জঘন্য অপরাধ ও কুসংস্কার। তাই এ থেকে নিজেও বেঁচে থাকতে হবে এবং মুসলমানদেরও সতর্ক করতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ১০, পৃষ্ঠা: ৮৭
  • আবূ দাউদ শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৪৬১
  • নাসাঈ শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ২২২
  • মিশকাত শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৭১
  • রাহে সুন্নাত, পৃষ্ঠা: ১৯২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১