ক'বলাল জুমার পর আদায় করা

মাসিক আল কাউসারনামায১৩ মার্চ, ২১

প্রশ্ন

কবলাল জুমআর চার রাকআত নামায জুমআর পরে আদায় করা যাবে কি না? যদি আদায় করে তবে কি বলে নিয়ত করবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, জুমআর আগের চার রাকাত সুন্নত ছুটে গেলে তা জুমআর পরে আদায় করা যাবে। ‘পূর্বের চার রাকাত সুন্নত পড়ছি’ এমন নিয়তই যথেষ্ট হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৩৮৯
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২৩৫
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২৪
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪১৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১