ওয়াজ নসীহত করে টাকা নেয়া জায়েজ আছে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয১৭ মে, ২১

প্রশ্ন

ওয়াজ নসীহত করে টাকা নেয়া জায়েজ আছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উত্তম হল টাকা পয়সা না নেয়া। কিন্তু যদি কেউ শুধু ওয়াজ নসীহত করার জন্যই নিজেকে ফারিগ করে রাখে। অন্য কোন কাজে ব্যস্ত না থাকে। তাহলে উক্ত ব্যক্তির জন্য ওয়াজ করে পারিশ্রমিক নেয়া জায়েজ আছে। কিন্তু মাহফিল আয়োজনের পর হঠাৎ কাউকে বয়ানের জন্য বলার পর পারিশ্রমিক চাওয়া জায়েজ নয়।

যেমন মসজিদে নামায পড়ানোর জন্য যদি কেউ নিযুক্ত ইমাম থাকে, যে শুধু নামায পড়ানোর জন্য নিজের সময়কে খালি করে রাখে, উক্ত ব্যক্তির জন্য ইমামতীর জন্য পারিশ্রমিক নেয়া জায়েজ আছে। কিন্তু নামাযের সময় হয়ে যাওয়ার পর নামায শুরু হবার প্রক্কালে একজনকে নামায পড়াতে বললে উক্ত ব্যক্তি নামায পড়ানোর কারণে পারিশ্রমিক দাবি করা বা নেয়া জায়েজ হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • الدر المختار مع رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৭৬
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩০০
  • জাদীদ মুআমালাত কি শরয়ী আহকাম, খন্ড: , পৃষ্ঠা: ২১৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১