ওযুর আগে পা ভিজিয়ে নেওয়া

মাসিক আল কাউসারপবিত্রতা২৪ ফেব, ২১

প্রশ্ন

শীতকালে অনেককে দেখা যায় অযুর পূর্বে প্রথমে পা ভিজিয়ে নেয়। এটা কেমন?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

শীতকালে শুষ্কতার কারণে চামড়ার ভাঁজে সহজে পানি পৌঁছে না। পা ভিজিয়ে নিলে ধোয়া সহজ হয়। তাই সতর্কতামূলক আগে পা ভিজিয়ে নেওয়া বা পানি ছিটিয়ে দেওয়া ভালো। এতে দোষের কিছু নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ১১৭
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা:
  • ইলাউস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ১৩৩
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ১৩১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১