ওযুর অঙ্গে তেল বা লোশন লেগে থাকলে করনীয়

মাসিক আল কাউসারপবিত্রতা২৪ ফেব, ২১

প্রশ্ন

শীতকালে আমার হাত-পা ফেটে যায়। তাই শীতকাল এলে হাত-পায়ে বেশি করে তেল বা লোশন মাখতে হয়। জানার বিষয় হল, অযু করার সময় যেহেতু পানি তেল লোশনের উপর দিয়ে প্রবাহিত হয় তাই এতে কি অযু শুদ্ধ হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, তেল বা লোশন ব্যবহারের পর তৈলাক্ত অঙ্গসমূহে স্বাভাবিকভাবে পানি পৌঁছালেই অযু হয়ে যাবে। তৈলাক্ততা দূর করে পানি পৌঁছানো জরুরি নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১৫৪
  • ইমদাদুল ফাত্তাহ, পৃষ্ঠা: ৭০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১