ওযুতে কান মাসেহ করা

মাসিক আল কাউসারপবিত্রতা২৫ মার্চ, ২১

প্রশ্ন

অযুতে মাথা মাসেহর সময় কান মাসেহ করার হুকুম কী? এ সম্পর্কে কোনো নির্ভরযোগ্য হাদীস আছে কি জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

অযুতে কান মাসেহ করা সুন্নত। মাথা মাসেহর পর ভেজা হাত দিয়ে কান মাসেহ করে নিবে। এজন্য নতুন পানি নিবে না। কান মাসেহ করা সম্পর্কে জামে তিরমিযীতে একটি হাদীস আছে। রুবাইয়ি বিনতে মুয়াওয়িয e থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ c কে অযু করতে দেখেছেন। রাসূলুল্লাহ c মাথার সম্মুখ ভাগ ও পিছন ভাগ এবং মাথার উভয় পার্শ্ব ও কান একবার মাসেহ করেছেন। -জামে তিরমিযী ১/৭

ইমাম তিরমিযী i হাদীসটিকে হাসানুন সহীহ বলেছেন। এছাড়া কান যে মাথার অংশ এ সম্পর্কেও হাদীস-আছার রয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইলাউস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ৮৫
  • আসসিআয়াহ, খন্ড: , পৃষ্ঠা: ১৩৯
  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: , পৃষ্ঠা: ২৯৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৫ মার্চ, ২১