ওযু-গোসলের ক্ষেত্রে ব্যান্ডেজ থাকলে করণীয়

মাসিক আল কাউসারবিবিধ৩১ ডিসেম্বর, ২০

প্রশ্ন

আমার এক আত্মীয়ের এক্সিডেন্টে ডান পা ভেঙে গিয়েছে। ডাক্তার তার এ পায়ের রানের গোড়া থেকে পূর্ণ পা ব্যান্ডেজ করে দিয়েছেন। জানার বিষয় হল, এখন তিনি অযু কীভাবে করবেন? যদি কোনো কারণে গোসল ফরয হয় তাহলে তখন গোসল না করে তায়াম্মুম করলে জায়েয হবে কি? বিস্তারিত জানানোর আবেদন রইল।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার আত্মীয় অযুর সময় স্বাভাবিকভাবেই অযু করবেন এবং ডান পায়ের ব্যান্ডেজের উপর মাসেহ করে নিবেন। আর গোসল ফরয হলে তখন গোসল করলে যেহেতু ব্যান্ডেজ ভিজে যাওয়ার আশংকা আছে তাই যতদিন ব্যান্ডেজ থাকে গোসলের পরিবর্তে তায়াম্মুম করে নেবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৮
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৬৩
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮
  • হালবাতুল মুজাল্লী, খন্ড: , পৃষ্ঠা: ২০৯
  • মারাকিল ফালাহ, খন্ড: , পৃষ্ঠা: ৬৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ২৫৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩১ ডিসেম্বর, ২০