এহরাম অবস্থায় শরীর থেকে পশম পড়লে করনীয়

মাসিক আল কাউসারহজ্জ২৪ ফেব, ২১

প্রশ্ন

আমি হজ্বের এহরাম অবস্থায় একদিন পায়ের গোছা খুব চুলকাই। এতে আমার ৬/৭টি পশম পড়ে যায়। জানতে চাই যে, এতে কি আমার কোনো কাফফারা দিতে হবে? দিতে হলে তা কি দেশে দেওয়া যাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উক্ত কারণে আপনার উপর একটি ফেতরা পরিমাণ খাদ্যশস্য বা তার মূল্য সদকা করা ওয়াজিব। এই সদকা আপনি এখানেও আদায় করতে পারেন। তবে ‘হরম’ এলাকায় দেওয়া উত্তম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪২২
  • মানাসিকে মুল্লা আলী, পৃষ্ঠা: ৩২৭
  • গুনয়াতুন নাসিক, পৃষ্ঠা: ২৬৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১