এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে মারা গেলে শহীদি মর্যাদা

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসতাবলীগ৩১ মে, ২২

প্রশ্ন

তাবলীগ জামাতী ভাইদের নীচের কথা কি দলিল ভিত্তিক? নাকি মনগড়া জানালে খ্বুই উপকৃত হব। উত্তর যথা সম্ভব দ্রুত দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো- এলেম শিক্ষা করার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয় এবং এ অবস্থায় মারা যায় আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ خَرَجَ فِي طَلَبِ العِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللهِ حَتَّى يَرْجِعَ. হযরত আনাস বিন মালিক e থেকে বর্ণিত। রাসূল c ইরশাদ করেছেন, যে ব্যক্তি দ্বীনী ইলম অন্বেষণ করার জন্য বের হয়, সে ব্যক্তি ফী সাবীলিল্লাহ তথা আল্লাহর রাস্তায় থাকে ফিরে আসা পর্যন্ত। সুনানে তিরমিজী, হাদীস নং-২৬৪৭। মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৬৫২। আলমুজামুস সাগীর, হাদীস নং-৩৮০। কানযুল উম্মাল, হাদীস নং-২৮৮১৯। উক্ত হাদীসটি পরিস্কার জানাচ্ছে যে, ইলম শিখার উদ্দেশ্যে বের হলে সে ফী সাবীলিল্লাহে থাকে, আর ফী সাবীলিল্লাহে যে ব্যক্তি ইন্তেকাল করে সেতো শহীদই হয়ে থাকে।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩১ মে, ২২