একাধিক রোজা রাখার মান্নত আদায়ের নিয়ম

মাসিক আল কাউসারকসম-মান্নত১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

আমি একটি বিষয়ে মান্নত করেছিলাম যে, অমুক বিষয়টি সমাধা হলে তিনদিন রোযা রাখব। জানতে চাই, এক্ষেত্রে আমাকে ধারাবাহিকভাবে তিন দিন রোযা রাখতে হবে নাকি ভিন্ন ভিন্ন করে রাখলেও চলবে। উল্লেখ্য, মান্নতের সময় ধারাবাহিকভাবে রোযা রাখার নিয়ত ছিল না।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মান্নতের সময় যেহেতু ধারাবাহিকভাবে রোযা রাখার নিয়ত ছিল না তাই ভিন্ন ভিন্ন করেও রাখতে পারবেন। এতে মান্নত আদায় হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২১৮
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২০৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১