একাকি কোন নামাজে কিরাত উচ্চস্বরে পড়া উত্তম

মাসিক আল কাউসারনামায৩১ ডিসেম্বর, ২০

প্রশ্ন

একাকী ফজরের নামায পড়লে উচ্চস্বরে কিরাত পড়া কি জরুরি; যেমনটি মসজিদের ইমাম সাহেব করে থাকেন? আস্তে আস্তে পড়ার কোনো অবকাশ আছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ফজর, মাগবির ও এশার নামায একাকী পড়লে তাতে উচ্চস্বরে কিরাত পড়া জরুরি নয়। আস্তে আস্তেও কিরাত পড়া যাবে। অবশ্য উচ্চস্বরে কিরাত পড়া উত্তম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফে আব্দুর রাযযাক, খন্ড: , পৃষ্ঠা: ২,৬৫৫
  • কিতাবুল আছল, খন্ড: , পৃষ্ঠা: ১৯৬
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪১
  • আলবেনায়া শরহুল হেদায়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৯
  • মুখতারাতুন নাওয়াযিল, খন্ড: , পৃষ্ঠা: ৩৫২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩১ ডিসেম্বর, ২০