একটি গরুতে একভাগ আকীকা আর বাকি অংশ কুরবানীর নিয়ত করা

মাসিক আল কাউসারকুরবানী ও আকিকা১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

কেউ যদি একটি গরুতে একভাগ আকীকা আর বাকি অংশ কুরবানীর নিয়তে কুরবানী করে তবে তার আকীকা ও কুরবানী আদায় হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, গরু, উট, মহিষে সাত ভাগের এক ভাগ আকীকা ও বাকি অংশ কুরবানীর নিয়ত করলে আকীকা ও কুরবানী দু’টোই আদায় হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৪৩
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩০৪
  • ইমদাদুল আহকাম, খন্ড: , পৃষ্ঠা: ২৮২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১