একটি কুসংস্কারের অপনোদন

ইসলামী জিন্দেগীসভ্যতা ও সংস্কৃতি২২ ফেব, ২১

প্রশ্ন

আমাদের দেশে প্রচলিত একটি কথা আছে- কোন অনুপস্থিত ব্যক্তির নাম বলার সাথে সাথে সে এসে উপস্থিত হয়, তাহলে আমরা বলে থাকি- “আপনি অনেক দিন বাঁচবেন। কারণ, আমরা এই মাত্র আপনার নাম বলতেছিলাম। শরী‘আতের দৃষ্টিতে এর কোন বাস্তবতা আছে কি-না ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আসলে এগুলো লোক সমাজের কল্পকথা। এমনিভাবে সমাজে অনেক আজব কথা প্রচলিত আছে। কুরআন হাদীসের সাথে যার কোন সম্পর্ক নেই, শরী‘আতে এর কোন বাস্তবতাও নেই।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১