একজনের মেশিন অপরজনের দোকান চুক্তিতে যৌথ ব্যবসা

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য২৫ মার্চ, ২১

প্রশ্ন

আমার নিজস্ব একটি লাইব্রেরী আছে। তাতে বই, খাতা-কলম ইত্যাদি বিক্রি করি। একদিন আমার এক বন্ধু এসে বলল, তার একটি ফটোস্ট্যাট মেশিন আছে। সেটি আমার দোকানে রাখবে। দু’জন মিলে ফটোস্ট্যাট করব। যা উপার্জন হবে তা উভয়ের মধ্যে সমানভাবে বণ্টন হবে।জানতে চাই, চুক্তিটি শরীয়তসম্মত হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, প্রশ্নোক্ত চুক্তিটি সহীহ হয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯৬
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৪
  • মাজাল্লাতুল আহকামিল আদলিয়াহ, মাদ্দাহ :, পৃষ্ঠা: ১,৩৯৫
  • শরহুল মাজাল্লাহ, খালিদ আতাসী, খন্ড: , পৃষ্ঠা: ৩১৭
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৬২৮
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩২২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৫ মার্চ, ২১