একজনের দোকান ও অন্যের মেশিন মিলে যৌথ মূলধনী কারবার

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য২৪ ফেব, ২১

প্রশ্ন

আমার একটি দোকান অনেক দিন যাবত খালি পড়ে আছে। একদিন আমার এক বন্ধু বলল, তোর দোকানটি তো খালিই পড়ে আছে আমার কাছে কিছু টাকা আছে তা দিয়ে একটি ফটোস্ট্যাট মেশিন ক্রয় করে তোর দোকানে ব্যবসা করব। যা মুনাফা হবে তা থেকে ৩০% তোকে দিব। এতে আমি রাজি হয়েছি। এখন আমার প্রশ্ন হল, আমাদের উক্ত চুক্তিটি কি শরীয়তসম্মত হয়েছে? না হলে শরীয়তের বিধান জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনাদের উক্ত চুক্তিটি সহীহ হয়নি। কারণ একজনের দোকান ও অন্যের মেশিন এবং স্থান মিলে যৌথ মূলধনী কারবার হয় না। সুতরাং যৌথ ব্যবসার মতো লাভের অংশ থেকে আপনার পাওনা ধার্য করা ঠিক হয়নি। এক্ষেত্রে সঠিক পদ্ধতি হল, দোকানের জন্য একটি ভাড়া ধার্য করা, যা মেয়াদান্তে পরিশোধ করতে হবে। চাই ব্যবসায় লাভ হোক বা না হোক।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মাজাল্লা, মাদ্দাহ, পৃষ্ঠা: ১,৩৪৪
  • শরহুল মাজাল্লা খালিদ আতাসী, খন্ড: , পৃষ্ঠা: ২৬৪
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৮৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১