একজনের জন্য কেনা পণ্য অন্যের কাছে বিক্রি করা

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমার এক বন্ধু তার জন্য একটি বই সংগ্রহ করার জন্য আমাকে কিছু টাকা দিয়েছে। বইটি তার জন্য ক্রয় করে আনার সময় পথিমধ্যে অন্য কোনো বন্ধু যদি তা নিতে চায় তাহলে আমি তাকে দিতে পারব কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যে ব্যক্তি আপনাকে বইটি কেনার দায়িত্ব দিয়েছে যদি আপনি তার জন্যই বইটি কিনে থাকেন তাহলে তা তারই বই। এক্ষেত্রে তার অনুমতি ছাড়া বইটি অন্য কাউকে দেওয়া জায়েয হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: ১৫, পৃষ্ঠা: ৬৭
  • আলমুগনী, ইবনে কুদামা, খন্ড: , পৃষ্ঠা: ২৪৩
  • শরহুল মাজাল্লা, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১