একই সূরা একই নামাযে বার বার পড়া

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

একটি মাসিক পত্রিকার প্রশোত্তর কলামে জানতে পারলাম একাধিক সূরা মুখস্থ থাকা সত্বেও একই সূরা একই রাকা‘আতে বারবার পড়া মাকরূহ। আর বেহেশতী জেওর কিতাবে দেখলাম কোন নামাযে সূরা এমনভাবে নির্দিষ্ট করে নেয়া যে কখনও সেই সূরা ছাড়া অন্য সূরা পড়বে না এটা মাকরূহ। এটা কতটুকু ঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ফরজ নামাযে একই রাক‘আতে একই সূরা বার বার পড়া মাকরূহ্। তবে নফল নামাযে এমন করা মাকরূহ্ নয়। তাছাড়া কোন নামাযের জন্য সূরা নির্ধারিত করে নেয়াও মাকরূহ। সুতরাং প্রশ্নে বর্ণিত উভয় মাসআলাই সঠিক।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া কাজীখান, খন্ড: , পৃষ্ঠা: ১১৯
  • হালাবী কাবীর, পৃষ্ঠা: ৩৫৫
  • দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা:

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১