একই মসজিদে একই সময়ে ২-৩ জনের আযান দেওয়া

ইসলামী জিন্দেগীমসজিদ-মাদ্রাসার বিধান২৪ ফেব, ২১

প্রশ্ন

একই মসজিদে একই সময়ে একই সাথে ২/৩ জনের আযান দেয়া জায়িয হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যা, জায়িয হবে। কারণ, আযানের উদ্দেশ্য হল মুসল্লিগণকে নামাযের দিকে আহবান করা। আর কয়েকজন একত্রে আযান দিলে আওয়ায বেশী হয় এবং বেশী দূরে যায়। যদ্দরুন ‍দূরের মুসল্লীগণও যথা সময়ে হাযির হয়ে জামা‘আতের সাথে নামায আদায় করতে পারবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১