একই পণ্য কারো কাছে কম কারো কাছে বেশি দামে বিক্রি করা

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য২৪ ফেব, ২১

প্রশ্ন

আমি একজন ব্যবসায়ী। আমি আমার দোকানের কাস্টমারের কারো কাছ থেকে বেশি মূল্য রাখি। অর্থাৎ ন্যায্যমূল্য রাখি। আবার একান্ত আপনজনদের কাছে খুব কমমূল্যে বিক্রি করি। এভাবে বেশিকম করে বিক্রি করা জায়েয হবে কি? এর জন্য কি হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনজনদের থেকে ন্যায্যমূল্যের কম রাখা এবং সাধারণ ক্রেতাদের থেকে ন্যায্যমূল্য নেওয়া দোষনীয় নয়। তবে বাজার মূল্যের চেয়ে বেশি যেন না নেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তাফসীরে মাযহারী, খন্ড: , পৃষ্ঠা: ৮৭
  • হেদায়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৫
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ১৪৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১২০
  • সূরা: নিসা, আয়াত: ২৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১