এক মাদরাসার জন্য ওয়াকফকৃত জমি আরেক মাদরাসাকে দেয়া যাবে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসমসজিদ-মাদ্রাসার বিধান৩০ জুন, ২৩

প্রশ্ন

আমরা একটা জায়গা একটা মাদরাসায় ওয়াকফ করি কিন্তু তা রেজিট্রি করা হয়নি। এখন আমরা একটি নিজেরাই একটি মাদরাসা করি এখন আমরা চাচ্ছি ঐ জমিটি আগের মাদরাসা থেকে নিয়ে আমাদের নতুন মাদরাসায় দিতে চাচ্ছি। তা আমাদের জন্য বৈধ হবে কি না? উল্লেখ্য পুরাতন মাদরাসাটি অনেক বড় তার আরো অনেক জায়গা আছে। তাছাড়া এ মাদরাসার থেকে নতুন মাদরাসার প্রয়োজন বেশি।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, এটি আপনাদের জন্য বৈধ হবে না। ওয়াকফ করে দেবার দ্বারা আপনাদের মালিকানা উক্ত জমি থেকে চলে গেছে। এখন আপনাদের কোন অধিকার নেই উক্ত জমিকে অন্য কোন মাদরাসাকে ওয়াকফ করে দেবার।

اذا جعل ارضا وقفا على المسجد وسلم جاز، ولا يكون له أن يرجع، (فتاوى قاضى خان على هامش الهندية، كتاب الوقف، باب الرجل يجعل داره مسجد-3/291، الهداية، كتاب الوقف-640، رشيدية) قَالَ الْخَيْرُ الرَّمْلِيُّ: أَقُولُ: وَمِنْ اخْتِلَافِ الْجِهَةِ مَا إذَا كَانَ الْوَقْفُ مَنْزِلَيْنِ أَحَدُهُمَا لِلسُّكْنَى وَالْآخَرُ لِلِاسْتِغْلَالِ فَلَا يُصْرَفُ أَحَدُهُمَا لِلْآخَرِ وَهِيَ وَاقِعَةُ الْفَتْوَى (رد المحتار، كتاب الوقف، مطلب فى نقل انقاض المسجد ونحوه-4/361، سعيد

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩০ জুন, ২৩