এ বৎসরের কুরবানী আগামী বৎসরে করা

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা২২ ফেব, ২১

প্রশ্ন

একজন লোকের উপর কুরবানী করা ওয়াজিব এবং সেও নিয়্যত করেছে কুরবানী করবে। কিন্তু গিয়ে দেখল পশুর খুব দাম। তাই সে এবার কুরবানী করল না। এখন সে যদি আগামী বৎসর কুরবানী করে, তাহলে কি তার একটা করলেই চলবে, না দুইটি করতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কুরবানীর কাযা নেই তাই দাম বেশী হলেও সামর্থ অনুপাতে জানোয়ার ক্রয় করে কুরবানী করে নিবে। কুরবানীর দিনসমূহে কুরবানী না করতে পারলে তার মূল্য সদকা করে দিতে হবে। পরবর্তী বছর দুইটি কুরবানী করলে বিগত বছরের দায় এড়ানো যাবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৮০
  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ১২, পৃষ্ঠা: ৩৩৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১