ঋতুস্রাবের পূর্বে কাযা নামায

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

একটি মেয়ে ১৯৭৫ সালের ২৭ শে জুন জন্ম গ্রহণ করে। মেয়েটি ৮৭ সালের কোন এক মাস থেকে নামায পড়া শুরু করে। কিন্তু মেয়েটির ৮৯ সালের জানুয়ারী মাসে ঋতুস্রাব হয়। ৮৭ সালের আগে মেয়েটির বালেগা হবার কোন লক্ষণই দেখা যায়নি। তাছাড়া নামায সম্পর্কে কোন জ্ঞান বা আগ্রহ তখন তার হয়নি। এমতাবস্থায় মেয়েটি পূর্বের জীবনের অর্থাৎ ৮৭ সালের আগে কতদিনের নামায কাযা আদায় করবে? ‍বিস্তারিত জানালে চির কৃতজ্ঞ থাকব।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন মহিলার ৯ বত্সর বয়সের পরে যে কোন সময় ঋতুস্রাব শুরূ হলে সে মহিলা বালেগা (পূর্ণ বয়স্কা) হয়ে থাকে। তখন থেকে শরী‘আতের সকল হুকুম পালন করা তার জন্য কর্তব্য হয়ে যায়। আর পনের বৎসর বয়স হওয়ার পর ঋতুস্রাব না হলেও তাকে বালেগা ধরা হবে। উক্ত মেয়ের পূর্বেকার নামাযের কাযা আদায় করতে হবে না। কারণ, ১৫ বছরের পূর্বে ঋতুস্রাব না হওয়ায় সে বালেগা হয়নি। সুতরাং তার উপর নামায ফরয হয়নি। তাই উক্ত মেয়ের ৮৯ সালে ঋতুস্রাব শুরু হওয়ার পর থেকে যে সব নামায কাযা হয়েছে তা আদায় করে নিতে হবে। ৮৯ সালের পূর্বের নামায কাযা করার প্রয়োজন নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৪১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১