ঋতুস্রাব চলাকালে গিলাফ সহকারে কুরআন মজীদ স্পর্শ

মাসিক আল কাউসারপবিত্রতা২৬ ফেব, ২১

প্রশ্ন

ঋতুস্রাব চলাকালে গিলাফ সহকারে বা অন্য কোনো পবিত্র কাপড় দিয়ে কুরআন মজীদ স্পর্শ করতে কোনো সমস্যা আছে কি? জানিয়ে কৃতজ্ঞ করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঋতুকালে বা অপবিত্র অবস্থায় কুরআন মজীদ স্পর্শ করা নাজায়েয। হ্যাঁ, এ অবস্থায় কুরআন মজীদ ধরার প্রয়োজন হলে গিলাফ বা অন্য কোনো পবিত্র কাপড় দিয়ে ধরা যাবে। তবে পরিহিত বস্ত্রের আঁচল বা তার অন্য কোনো অংশ দ্বারা স্পর্শ করা উচিত নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪০২
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ২৯৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২০১
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৬ ফেব, ২১