ঋণের টাকা যাকাতের নিয়তে মাফ করে দেওয়া

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা২৭ ফেব, ২১

প্রশ্ন

আমার কাছে এ পরিমাণ টাকা আছে, যার উপর যাকাত ফরয হয়। অপর দিকে যাকাত গ্রহণের যোগ্য এক ব্যক্তির কাছে অনেক টাকা ঋণ পাই। তার কাছে টাকা চাইলে বলে, আজ নয় কাল দেব, কাল নয় পরশু। আমার জানার বিষয় হল, আমার কাছে বিদ্যমান টাকার উপর যে পরিমাণ যাকাত ফরয হয়েছে তা যদি আমি যাকাত আদায়ের নিয়তে ঐ ঋণের টাকা হতে মাফ করে দেই তবে আমার যাকাত আদায় হবে কি? অথবা ঐ ঋণের টাকার উপর যে পরিমাণ যাকাত ফরয হয়েছে তা যদি আমি ঐ ঋণের টাকা হতে যাকাতের নিয়তে মাফ করে দেই তবে আমার যাকাত আদায় হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঋণ মাফ করে দেওয়ার দ্বারা যাকাত আদায় হয় না। তাই ঋণের পুরোটা বা আংশিক যাকাতের নিয়তে ছেড়ে দিলে যাকাত আদায় হবে না। তবে ঋণ গ্রহীতাকে যাকাতের টাকা নগদ দান করার পর তার থেকে আপনার পাওনা উসূল করে নিতে পারেন। এতে আপনার যাকাতও আদায় হবে এবং তার ঋণমুক্তির ব্যাপারে সহযোগিতাও করা হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ১৪৯
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২১১
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৬৩
  • হাশিয়া শালবী, খন্ড: , পৃষ্ঠা: ২৫৮
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৪৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ১৯০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১