ঋণ নিয়ে হজ্ব আদায় এবং ফরজ হজ্ব

মাসিক আল কাউসারহজ্জ২ মার্চ, ২১

প্রশ্ন

আমার হজ্ব করার খুব ইচ্ছা। কিন্তু হজ্ব করার মতো টাকা আমার নেই। তাই আমার এক বন্ধুর কাছ থেকে টাকা করয করে হজ্ব করি। আর টাকাগুলো কয়েক বছরে আদায় করে দিয়েছি। বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব ভালো যে, আমি হজ্ব করতে পারি। প্রশ্ন হল, অসচ্ছল অবস্থায় আদায়কৃত হজ্ব ফরয হজ্ব হিসাবে আদায় হয়েছে কি না? স্বচ্ছল অবস্থায় কি পুনরায় হজ্ব করতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

অস্বচ্ছল অবস্থায় আদায়কৃত হজ্বটি ফরয হজ্ব হিসাবেই আদায় হয়েছে। পরবর্তীতে হজ্ব করলে তা নফল হিসাবে আদায় হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২৯৪
  • মানাসিক মোল্লা আলী কারী, পৃষ্ঠা: ৪১
  • গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ৩২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১