ঋণ দেওয়া টাকার উপর যাকাত ওয়াজিব হবে কিনা

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা৫ জানু, ২১

প্রশ্ন

আলহামদু লিল্লাহ! আল্লাহ তাআলা আমাকে বেশ কিছু সম্পদ দান করেছেন। আমি প্রতি বছর রমযানের শুরুতে এই সম্পদের যাকাত আদায় করি। আমার একজন দ্বীনদার ব্যবসায়ী বন্ধু প্রায় ৩ বছর আগে আমার কাছ থেকে ৩ বছর মেয়াদে ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। ৩ বছর পর এই রমযানের মাস খানেক আগে তিনি সেই টাকা পরিশোধ করেছেন।

মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, এই পাঁচ লক্ষ টাকা তো গত তিন বছর আমার কাছে ছিল না, এখন এই বছর কি আমাকে অন্যান্য সম্পদের সাথে এই টাকারও যাকাত আদায় করতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাঁ, আপনাকে এই বছর অন্যান্য সম্পদের সাথে এই পাঁচ লক্ষ টাকারও যাকাত আদায় করতে হবে। কেননা, তা আপনার হাতে না থাকলেও আপনি এ টাকার মালিক ছিলেন। এবং তা পাওয়ার আশাও ছিল, তাই আপনাকে বিগত বছরগুলোসহ চলতি বছরের যাকাতও দিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুল আছল, খন্ড: , পৃষ্ঠা: ৯৭
  • সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ১৯৫
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৯০
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ১২৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৩
  • মুসান্নাফে ইবনে আবী, হাদীস নং: ১০,৩৪৬
  • মুসান্নাফে ইবনে আবী, হাদীস নং: ১০,৩৫৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ জানু, ২১