ঋণ গ্রহীতার কাছে রক্ষিত টাকা তাকে ব্যবসার পুঁজি হিসেবে দেওয়া

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য১৫ মার্চ, ২১

প্রশ্ন

এক বন্ধুর কাছে আমার ১০,০০০/- টাকা পাওনা ছিল। সে ব্যবসার জন্য আমার কাছে টাকা চাইলে আমি বললাম, এ মুহূর্তে আমার নিকট টাকা নেই। তোমার কাছে আমার যে ১০,০০০/- টাকা পাওনা আছে তা দিয়ে ব্যবসা কর। ঐ টাকা এখন আমার প্রয়োজন নেই। পরবর্তীতে ব্যবসায় যা লাভ হবে এর অর্ধেক আমার অর্ধেক তোমার। এভাবে চুক্তি করা কি সহীহ হয়েছে? সহীহ না হলে কী করণীয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঋণগ্রহীতা থেকে পাওনা টাকা হস্তগত করার আগে তা ঋণগ্রহীতাকে ব্যবসার পুঁজি হিসাবে দেওয়ার প্রস্তাব বৈধ নয়। তাই প্রশ্নোক্ত চুক্তিটি সহীহ হয়নি। তবে ঋণদাতা যদি ঐ টাকা ঋণগ্রহীতা থেকে বুঝে নেওয়ার পর পুনরায় ব্যবসার জন্য তাকে প্রদান করে তাহলে কারবার জায়েয হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪১৭
  • আলইনায়া, খন্ড: , পৃষ্ঠা: ৪১৬
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ১১৪
  • আশশারহুল কাবীর, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৫
  • আশশারহুছ ছগীর, খন্ড: , পৃষ্ঠা: ৬৮৫
  • আলমুগনী ইবনে কুদামা, খন্ড: , পৃষ্ঠা: ১৮২
  • তুহফাতুল মুহতাজ, খন্ড: , পৃষ্ঠা: ৪১৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ মার্চ, ২১