ঈসা কোন মাযহাব অনুসরন করবেন?

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবিধ২৩ মে, ২১

প্রশ্ন

হযরত ঈসা এবং হযরত মাহদী মুজতাহিদ হবেন। তাই তাদের জন্য কারো মাযহাবের তাকলীদ করা জায়েজ নয়। কুরআনে কারীমের কোন আয়াতের হুকুম রহিত হয়ে গেছে, কোন আয়াতের হুকুম বহাল আছে, কোন আয়াত কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে, কোন আয়াত কাদের উদ্দেশ্য করে নাজিল হয়েছ। কোন আয়াতাংশের প্রকৃত অর্থ কি? আরবী ব্যাকরণের কোন নীতিতে পড়েছে এই বাক্যটি? এই আয়াত বা হাদীসে কী কী অলংকারশাস্ত্র ব্যবহার করা হয়েছে? সেই সাথে কোনটি সহীহ হাদীস কোনটি দুর্বল হাদীস? কোন হাদীস কি কারণে দুর্বল? কোন হাদীস কী কারণে শক্তিশালী? হাদীসের বর্ণনাকারীদের জীবনী একদম নখদর্পনে থাকা আলেম এখন নাই। তাহলে রসুলুল্লাহ c এর যুগের এত বছর পরে এসে ইমাম মাহদি কিভাবে এই বিষয় গুলোতে দক্ষতা অর্জন করবেন?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

দীর্ঘ এক জমানায় জ্ঞানী ও মেধাবী ব্যক্তি না থাকা পরবর্তী কোন জমানায় জ্ঞানী ও মেধাবী ব্যক্তি তৈরী হওয়াকে কি অসম্ভব করে দেয়?

কোন এক দীর্ঘ সময় বিজ্ঞ ডাক্তার বা ইঞ্জিনিয়ার না থাকা কি পরবর্তীতে কোনদিনই বিজ্ঞ ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরী হতে বাধা দেবে?

এটা কেমন প্রশ্ন ভাই?

উপরোল্লিখিত বিষয়ের প্রাজ্ঞ ব্যক্তি বর্তমানে বিদ্যমান না থাকা সত্বেও পরবর্তীতে কোন ব্যক্তি এসে উপরোক্ত বিষয়ে পারদর্শী হতে পারবে না, এমন প্রশ্ন আপনার মনে কেন উদয় হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। বর্তমানে নেই এমন মেধাবী, তাই বলে পরবর্তীতে এমন মেধাবী তৈরী হতে পারবে না এমন অক্ষমতো আমাদের রব সর্বশক্তিমান আল্লাহ নন। তিনি ইচ্ছে করলেই পূর্ববর্তী জমানার চেয়েও বড় মুজতাহিদ পরবর্তীতে সৃষ্টি করতে পারেন। তেমনি ইমাম মাহদী এবং হযরত ঈসা কে আল্লাহ রাব্বুল আলামীন ইজতিহাদের যোগ্যতা দিয়েই প্রেরণ করবেন।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ মে, ২১