ঈদের নামাযের পর দুই খুতবা দেয়ার কোন প্রমাণ আছে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসনামায২০ এপ্রিল, ২২

প্রশ্ন

হুজুর, আমি জানতে চাই যে, আমি হানাফী মাসলাক মানি। কিন্তু প্রশ্ন হল, ঈদের দুই খুতবার ব্যাপারে সহীহ হাদীস থাকলে সনদের আলোচনাসহ জানাবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রাসূল c ঈদের নামাযের পর দাঁড়িয়ে খুতবা দিতেন। -বুখারী-১/১৩১ عَنْ عَبْدِ اللهِ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يَخْطُبُ الْخُطْبَتَيْنِ، وَهُوَ قَائِمٌ، وَكَانَ يَفْصِلُ بَيْنَهُمَا بِجُلُوسٍ» (التعليق) 1446 – قال الأعظمي: إسناده صحيح হযরত আব্দুল্লাহ e থেকে বর্ণিত। রাসূল c দাঁড়িয়ে দুই খুতবা দিতেন এবং দুই খুতবার মাঝে বসতেন। সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-১৭২৩। সুনানে নাসায়ী কুবরা, হদীস নং-১৭৩৪। সুনানে নাসায়ী, হাদীস নং-১৪১৬। সহীহ ইবনে খুজাইমা-১/৭০০, হাদীস নং-১৪৪৬। সুনানে দারা কুতনী, হাদীস নং-১৬৩০। হাদীসটির সনদ সহীহ।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২০ এপ্রিল, ২২