ঈদের নামাযের তাকবীর?

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

ঈদের নামাযে কয় তাকবীর বলতে হবে? এ তাকবীর বলা সুন্নাত না ওয়াজিব? কুরআন-হাদীসের আলোকে এর সমাধান জানতে ইচ্ছুক।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উভয় ঈদে দুই রাকা‘আতে অতিরিক্ত ছয়টি করে তাকবীর দিতে হবে। এ তাকবীর ওয়াজিব।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আল-রাহরুক রায়িক, খন্ড: , পৃষ্ঠা: ৩০১
  • আবু দাউদ শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ১৬৩
  • মিশকাত শরীফ, পৃষ্ঠা: ১২৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১