ঈদের নামাযের অতিরিক্ত তাকবীর ছুটে গেলে করণীয়

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

ঈদের নামাযের প্রথম রাকা‘আতের অতিরিক্ত ওয়াজিব তাকবীরগুলো যদি কোন মুক্তাদীর ছুটে যায়; তাহলে এগুলো সে কিভাবে আদায় করবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঈদের নামাযের প্রথম রাকা‘আতের অতিরিক্ত ওয়াজিব তাকবীর গুলো ছুটে গেলে, সেগুলো পরে আদায় করতে হবে। আদায় করার নিয়ম এই যে, ইমাম সাহেব প্রথম রাকা‘আত কিরআতের মধ্যে থাকেন, তাহলে নিয়্যত বেঁধে অতিরিক্ত তাকবীর বলে কিরআত শুনতে থাকবে। আর যদি ইমাম রুকুতে থাকা অবস্থায় জামা‘আতে শামিল হয়, তাহলে দেখতে হবে তিনটি তাকবীর বলে ইমামকে রুকূতে পাওয়া যাবে কি-না? যদি পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে রুকূতে যাওয়ার আগেই তাকবীর তিনটি বলে রুকূতে অংশগ্রহণ করতে হবে। আর যদি ইমাম সাহেবকে রুকূতে পাওয়ার সম্ভাবনা না থাকে, বরং রুকূই ছুটে যাওয়ার আশংকা হয়, তাহলে তাকবীর না বলেই রুকূতে শরীক হতে হবে এবং রুকূতেই হাত না উঠিয়ে কেবল তাকবীর বলে নিতে হবে। কারণ, রুকূতে গিয়ে তাকবীর পূর্ণ করার পূর্বেই ইমাম সাহেব রুকূ থেকে উঠে যান, তাহলে অবশিষ্ট তাকবীর গুলো তার দায়িত্ব থেকে রহিত হয়ে যাবে।

আর যদি ইমাম সাহেবের সাথে প্রথম রাকা‘আতের রুকূ শেষ করার পূর্বে শরীক হওয়া না যায়, তাহলে পরে একাকী অবশিষ্ট এক রাকা‘আত নামায আদায়ের সময় অতিরিক্ত তাকবীরগুলো আদায় করে নিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪৬
  • তাহতাবী, পৃষ্ঠা: ৪৩৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১