ঈদের নামাযে মুনাজাতের সময়

ইসলামী জিন্দেগীসভ্যতা ও সংস্কৃতি২৩ ফেব, ২১

প্রশ্ন

অনেক ইমামকে দেখা যায় যে, তারা ঈদের নামাযের পর দু‘আ করেন। খুৎবার পর দু‘আ করেন না। আবার অনেক ইমাম নামাযের পরে দু‘আ করেন না, শুধু খুৎবার পর দু‘আ করে শেষ করেন। আসল নিয়ম কোনটি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

দু‘আ নামাযের কোন অংশ নয়। দু‘আ ছাড়াই নামায সহীহ হয়ে যায়। তবে নামাযের পর দু‘আ করা যেহেতু একটি ভিন্ন মুস্তাহাব আমল, তাই ঈদের নামাযের পর অর্থাৎ খুৎবার পূর্বে দু‘আ করাই শ্রেয়। তবে ঈদের খুৎবার পরে মুনাজাত করার কোন উল্লেখ কিতাবে পাওয়া যায় না। তবে যদি কেউ শরী‘আতের নিয়ম মনে না করে মুসলমানদের ইজতিমা উপলক্ষ্যে খুৎবার পর মুনাজাত করে, তাবে তা করতে পারে। কিন্তু শরী‘আতের নিয়ম মনে করে করা ঠিক হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ২১৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১