ঈদের নামাজ সানা পড়ার সময়

মাসিক আল কাউসারনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

ঈদের নামাযে ছানা কখন পড়বে? চার তাকবীরের পরে নাকি প্রথম তাকবীরের পরে? জনৈক আলেম বলেছেন, অতিরিক্ত তাকবীরের পরে পড়বে। এ ব্যাপারে সঠিক সমাধান জানতে চাই।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিশুদ্ধ মতানুযায়ী ঈদের নামাযেও তাকবীরে তাহরীমার পরে অতিরিক্ত তাকবীরের আগেই ছানা পাঠ করবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৬১৯
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৮০
  • তাহতাবী আলামারাকী, পৃষ্ঠা: ২৯১
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১৭২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১