ইহরাম অবস্থায় সেলাইযুক্ত বেল্ট পরা

মাসিক আল কাউসারহজ্জ৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমরা জানি, ইহরাম অবস্থায় সেলাই করা কাপড় পরা নিষেধ। কিন্তু সেলাইযুক্ত বেল্ট পরাও কি নিষেধ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, সেলাইযুক্ত বেল্ট বাঁধা নিষেধ নয়। তাউস i বলেন, ‘মুহরিম কোমরবন্দ ব্যবহার করতে পারবে।’

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং: ১৫,৬৮৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১