ইহরাম অবস্থায় ছাতা ব্যাবহার করা যাবে কিনা

মাসিক আল কাউসারহজ্জ৩১ ডিসেম্বর, ২০

প্রশ্ন

গত বছর আমি হজ্বে যাই। আরাফার দিন সকালে রৌদ্রের কারণে ঘুমাতে কষ্ট হচ্ছিল। তখন আমি মাথার সামনে একটি ছাতা খুলে তার উপর কাপড় ঝুলিয়ে দিই। এরপর বুক পর্যন্ত ছাতার ভিতর ঢুকে ঘুমিয়ে পড়ি। আর ঝুলানো কাপড়টি আমার বুকের উপর ছিল। মাথা বা মুখ কিছুই স্পর্শ করেনি। জানতে চাচ্ছি, এভাবে মুখ ঢেকে দীর্ঘ সময় ঘুমানোর দ্বারা কি দম ওয়াজিব হয়েছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইহরাম অবস্থায় ছাতা ব্যবহার করা জায়েয। তাই প্রশ্নোক্ত অবস্থায় আপনার মুখ ও মাথা ছাতার নিচে থাকলেও আপনার উপর কোনো দম বা জরিমানা ওয়াজিব হয়নি।

প্রকাশ থাকে যে, ইহরাম অবস্থায় কাপড় দ্বারা চেহারা ও মাথা আবৃত করে রাখা নিষেধ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৩১
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪০৯
  • আলমাবসূত, সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ১২৯
  • শরহু মুখতাসারিত তহাবী, খন্ড: , পৃষ্ঠা: ৫৬৬
  • সুনানে আবু দাউদ, হাদীস নং: ১,৮৩০
  • মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং: ১৪,৪৬৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩১ ডিসেম্বর, ২০