ইসলামের প্রথম শহীদ

মাসিক আল কাউসারসিরাত ও ইতিহাস৮ মার্চ, ২১

প্রশ্ন

একটি ইসলামী মাসিক পত্রিকায় এক প্রশ্নের উত্তরে বলা হয়েছে, ইসলামের প্রথম শহীদ হলেন হযরত আম্মার ইবনে ইয়াসীর e । একজন আলেমকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তথ্যটি সঠিক নয়। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া e । জানতে চাই কোন তথ্যটি সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঐ আলেমের বক্তব্যই সঠিক। হযরত আম্মার ইবনে ইয়াসীর e ইসলামের প্রথম শহীদ নন। তাঁর ইন্তেকাল/শাহাদত ৩৭ হিজরীতে। হিজরতের পূর্বে ইসলামে সর্বপ্রথম শহীদ হওয়ার মর্যাদা লাভ করেছেন তাঁর আম্মা হযরত সুমাইয়া e । এটি বিখ্যাত তাবেয়ী হযরত মুজাহিদ i থেকে বর্ণিত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলইসতীআব ফী মারিফাতিল আসহাব, খন্ড: , পৃষ্ঠা: ১,৮৬৩
  • উসদুল গাবা, খন্ড: , পৃষ্ঠা: ৩১২
  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, হাদীস নং: ৩,৬৯২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৮ মার্চ, ২১