ইসলাম প্রচারের স্বার্থে কোন কিছু ভিডিও করা

ইসলামী জিন্দেগীতাবলীগ২২ ফেব, ২১

প্রশ্ন

ইসলাম প্রচারের স্বার্থে কোন প্রাণীর ছবি বা দৃশ্য ভিডিও করে সিনেমা ও টেলিভিশন দ্বারা ইসলামী অনুষ্ঠানের নামে নাটক/ছায়াছবি করে দেখানো জায়িয আছে কি-না ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

শরী‘আত যে সমস্ত জিনিসকে হারাম ঘোষণা করেছে, তা সর্বাবস্থায় হারাম। চাই দুনিয়ার কাজের জন্য হোক। চাই দীনের কাজের জন্য হোক। দীনের প্রচারের জন্য আল্লাহ তা‘আলা কোন হারাম কাজের সাহায্য নিতে বলেননি। তাছাড়া হারামের সাহায্যে কোন দিন দীনের প্রচার হতে পারে না। বরং দীনের দাফন হতে পারে।

সুতরাং ইসলাম প্রচারের স্বার্থে হলেও কোন প্রাণীর ছবি বা দৃশ্য ভিডিও করা বা তা সিনেমা-টেলিভিশনে দেখানো নাজায়িয।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়ায়ে শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৯
  • ইমদাদুল মুফতীন, পৃষ্ঠা: ৯৯১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১