ইশরাক নামাযের নিয়ম

ইসলামী জিন্দেগীনামায১৯ ফেব, ২১

প্রশ্ন

ইশরাকের নামায কত রাকা‘আত? এ নামাযের জন্য বিশেষ কোন নিয়ম আছে কি? অনেকে বলে থাকেন, প্রতি রাকা‘আতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস তিনবার পড়তে হয়। এ মত কতটুকু সঠিক? ইশরাক নামাযের ফযীলত সম্পর্কে কুরআন হাদীসের আলোকে জানতে ইচ্ছুক।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইশরাকের নামায চার রাকা‘আত, দু’ রাকা‘আতও পড়তে পারে। তা আদায় করার পদ্ধতি হুবহু অন্যান্য নফল নামাযের মতই। এর জন্য পৃথক ও ভিন্ন কোন নিয়ম নেই। পবিত্র কুরআন ও রাসূলের হাদীসে এতদসংক্রান্ত অসংখ্য ফযীলত বর্ণিত রয়েছে। হাসীসে কুদসীতে আল্লাহ পাক ইরশাদ করেন-“হে ‍মুমিনগণ ! তোমরা দিনের প্রথম ভাগে আমার জন্য চার রাকা‘আত নামায পড়। আমি তোমাদের পুরো দিনের জন্য যথেষ্ট হয়ে যাব।” -প্রমাণঃ মিশকাত শরীফ ১ঃ১১৬

হযরত আনাস e থেকে বর্ণিত- রাসূল c ইরশাদ করেন- যে ব্যক্তি ফজরের নামায জামা‘আতে আদায় করে সূর্যোদয় পর্যন্ত ‍যিকিরে মশগুল থাকে, অতঃপর দুই রাকা‘আত নামায আদায় করে সে একটি পূর্ণ হজ্জ ও উমরার সাওয়াব পাওয়া পাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মিশকাত, খন্ড: , পৃষ্ঠা: ১১৬
  • আহসানুল ফাতওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১