ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয১৬ মে, ২১

প্রশ্ন

ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না জায়েজ নেই। কারণ এতে বিদ্যুৎ তথা আগুন দিয়ে হত্যা করা লাযিম হয়। যা বৈধ নয়। আগুন দিয়ে শাস্তি দেয়া এটা আল্লাহ তাআলা নির্ধারিত শাস্তি। আর আল্লাহ তাআলার নির্ধারিত শাস্তি কোন বান্দার প্রয়োগ করা জায়েজ নয়। (ফাতাওয়া শামী)

عَنْ عِكْرِمَةَ أَنَّ عَلِيًّا عَلَيْهِ السَّلاَمُ أَحْرَقَ نَاسًا ارْتَدُّوا عَنِ الإِسْلاَمِ فَبَلَغَ ذَلِكَ ابْنَ عَبَّاسٍ فَقَالَ لَمْ أَكُنْ لأَحْرِقَهُمْ بِالنَّارِ إِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تُعَذِّبُوا بِعَذَابِ اللَّهِ » • হযরত ইকরিমা e থেকে বর্ণিত। হযরত আলী e একদল মুরতাদকে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। এ সংবাদ ইবনে আব্বাস e এর কাছে পৌঁছলে তিনি বলেনঃ আমি হলে তাদের আগুন দিয়ে পুড়াতাম না। কারণ, রাসূল c ইরশাদ করেছেনঃ “তোমরা আল্লাহর শাস্তি দিয়ে কাউকে শাস্তি দিও না। -সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৩৫৩; সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-১৬৬৩৫; সুনানে তিরমিজী, হাদীস নং-১৪৫৮; সুনানে দারা কুতনী, হাদীস নং-৯০; সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৩৫২৩; সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৬০৬; সহীহ বুখারী, হাদীস নং-২৮৫৪; মুসনাদে আহমাদ, হাদীস নং-২৫৫২

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৬ মে, ২১