ইমামের রুকু থেকে উঠে ربنا لك الحمد বলা

মাসিক আল কাউসারনামায২৪ মার্চ, ২১

প্রশ্ন

অনেককে বলতে শোনা যায় যে, ইমাম সাহেব রুকু থেকে উঠার সময় শুধু سمع الله لمن حمده বলবেন। ربنا لك الحمد বলবেন না। এ কথাটি কি সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে ربنا لك الحمد বলবে কি না-এ বিষয়ে একাধিক মত রয়েছে। তবে অগ্রগণ্য মত অনুযায়ী ইমামের জন্যও ربنا لك الحمد বলা উত্তম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ১০৯
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২৬০
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩১৬
  • আসসিআয়াহ, খন্ড: , পৃষ্ঠা: ১৮৬
  • সহীহ মুসলিম, খন্ড: , পৃষ্ঠা: ১৯০
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৩১৯
  • ফাতহুল বারী, খন্ড: , পৃষ্ঠা: ৩৩১
  • মাআরিফুস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ২৬
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৮
  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ মার্চ, ২১