ইমামের ভুল কিরা’আত পড়া

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

কোন এক মসজিদের ইমাম সাহেবের কুরআন শরীফ পড়া কিছুটা গলদ। তিনি س - এর জায়গায় ث পড়েন এবং ث -এর জায়গায় س পড়েন। এরূপে ء - এর জায়গায় ع পড়েন এবংع  - এর জায়গায় ء পড়ে থাকেন। উচ্চারণে লম্বা খাটোও ঠিকমত পড়তে পারেন না। এমতাবস্থায় তার পিছনে নামায পড়া যাবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার বর্ণনা অনুযায়ী বুঝা যায়, ইমাম সাহেবের কিরা‘আতে লাহনে জলী হয়। আর কোন ইমামের পড়া যদি লাহনে জলী পর্যায়ের অশুদ্ধ হয়, তাহলে তার জন্য ইমামতী করা জায়িয নয় এবং তাকে ইমাম হিসেবে নিয়োগ

দেয়া বা ইমাম বহাল রাখাও জায়িয নয়। সহীহ্ পড়নেওয়ালাদের জন্য তার পিছনে ইকতিদা করা যাবে না। বরং তারা সহীহ পড়নেওয়ালা ইমামের পিছনে নামায পড়বে। শুদ্ধ পড়নেওয়ালা যদি ইচ্ছাকৃত ভাবে নামাযের শুরুতে ভুল পড়নেওয়ালা ইমামের ইকতিদা করে, তাহলে তার নিজের নামাযের সাথে অন্যের নামাযও নষ্ট হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৫১
  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১২৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১