ইমামের জন্য দাঁড়িতে খেজাব লাগানো

ইসলামী জিন্দেগীসভ্যতা ও সংস্কৃতি২৪ ফেব, ২১

প্রশ্ন

দাঁড়িতে বা চুলে কালো খেজাব (কলপ) লাগানো জায়িয আছে কি-না ? পাপ হলে তা কোন প্রকার ? যদি কোন ইমাম তাঁর দাঁড়িতে খেজাব লাগান, তাহলে তার ইমামতীর কি হুকুম ? এমতাবস্থায় মুসল্লীগণের কি করা উচিত?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

দীন ইসলামের জন্য জিহাদরত মুজাহিদ ব্যতীত অন্য কারো জন্য দাঁড়ি বা চুলে সম্পূর্ণ কালো খেজাব লাগানো নাজায়েয। হযরত ইবনে আব্বাস e হতে বর্ণিত আছে যে, হযরত নবী করীম c বলেছেন- “শেষ যামানায় এমন কিছু সংখ্যক লোক হবে, যারা কাল খেজাব লাগাবে তারা জান্নাতের ঘ্রানও পাবে না।” অন্য এক হাদীসে আছে “যে ব্যক্তি কাল খেজাব লাগাবে আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তার চেহারা কাল করে দিবেন। সুতরাং যেহেতু কাল খেজাব লাগানো নাজায়েয। যে ব্যক্তি নাজায়েয কাজের মধ্যে লিপ্ত থাকে তাকে শরী‘আতের পরিভাষায় ফাসিক বলা হয়। আর ফাসিকের জন্য ইমামতী করা এবং তার পিছনে ইকতিদা করা উভয়টি মাকরূহে তাহরীমী। অতএব মসজিদ কমিটি ও মুসল্লীগণের জন্য জরুরী যে, ইমাম সাহেবকে উক্ত কাজ অর্থাৎ কাল খেজাব লাগান বন্ধ করে অতীতের অন্যায়ের জন্য খালিস অন্তরে তাওবা করতে বলবেন। আর যদি তাতে সম্মতি প্রকাশ না করে তাহলে তাকে ইমামতী থেকে বরখাস্ত করে তার স্থলে মুত্তাকী ও পরহেযগার আলেম ইমাম নিয়োগ করবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আবূ দাউদ শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৫৭৮
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ১১৮
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১