ইমামের উপস্থিতিতে অন্যের খুৎবা পড়া

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

কোন মসজিদের নির্দিষ্ট ইমাম যদি জুম‘আর দিন মুসল্লীদের অনুমতি ব্যতিরেকে নিজের কোন যোগ্য আত্মীয়কে খুৎবা পড়তে বলেন, তাহলে মুসল্লীরা এতে কোন আপত্তি জানাতে পারবে কি-না? এবং শরী‘আত মতে এরূপ করা জায়িয কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উত্তম হল- যিনি নামায পড়াবেন, তিনিই খুৎবা পড়াবেন। তবে ইমাম সাহেবের উপস্থিতিতে অন্য কেউ খুৎবাহ পাঠ করলে এবং ইমাম সাহেব নামায পড়ালে তাও জায়িয আছে। আর জায়িয কাজে আপত্তি না করাই কর্তব্য। কিন্তু ইমাম সাহেবের অনুপস্থিতিতে অন্য কাউকে দিয়ে খুৎবা পাঠ করানো ও ইমাম সাহেব পরে এসে নামায পড়ানো জায়িয নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৬২
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১১
  • আযীযুল ফাতাওয়া, পৃষ্ঠা: ৩৯৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১