ইমামের আচরণ

ইসলামী জিন্দেগীমসজিদ-মাদ্রাসার বিধান২৪ ফেব, ২১

প্রশ্ন

জনৈক ইমাম সাহেব অধিকাংশ সময় ছোট ছেলে-মেয়েদের সাথে অট্টহাসি ও রসিকতা করে থাকেন। তিনি নামাযের পূর্বে সমবয়সী লোকদের সাথে নিয়ে দুনিয়াবী গল্প করেন ও উচ্চৈঃস্বরে হাসেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ছোটদের সাথে মাঝে-মধ্যে রসিকতা করা জায়িয। এটা একটা প্রশংসিত কাজ। রাসূলে আকরাম c নিজেও অনেক সময় এরূপ করতেন। তবে সীমাতিরিক্ত হাসি-ঠাট্টা বা রসিকতা করা মোটেই ভাল নয়। আর মসজিদে নিছক দুনিয়াবী কথা-বার্তা বলা, গল্প-গুজব করা অনেকের মতে হারাম। আর কেউ কেউ এটাকে মাকরূহ বলেছেন। তবে ইমাম কি ধরনের দুনিয়াবী কথা বলেছেন তা প্রশ্নে স্পষ্টভাবে উল্লেখ না থাকায় এ সম্পর্কে ফাতাওয়া দেয়া সম্ভব নয়।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১