ইমাম মাহদীর নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করা

ইসলামী জিন্দেগীআকীদা২৪ ফেব, ২১

প্রশ্ন

আমরা জানি ইমাম মাহদী নামে আল্লাহর এক খাস বান্দা মুসলমানের নেতৃত্য দিতে দুনিয়াতে আসবেন। সবাই ইমাম মাহদীর নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করে থাকে। এটা কী ঠিক আছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

পৃথকভাবে ইমাম মাহদী-এর সাথে আলাইহিস সালাম না বলাই ভাল। যেহেতু এটা পারিভাষিকভাবে নবী এবং ফেরেশতাগণের জন্য খাস। তবে মাহদী আলাইহির রিযওয়ান বলা ঠিক আছে।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১