ইমাম কোন নামাজে আছেন তা নিয়ে সংশয় থাকলে করনীয়

মাসিক আল কাউসারনামায১৩ মার্চ, ২১

প্রশ্ন

আমি একদিন তারাবীর নামায আদায় করছিলাম। মাঝে একটি জরুরতে মসজিদ থেকে বেরিয়ে আসি। পুনরায় মসজিদে গিয়ে দেখি যে, ইমাম সাহেব নামাযরত। তবে তারাবীহ না বিতর এ বিষয়ে সংশয়ে পড়ি। তখন আমি এভাবে নিয়ত করি যে, যদি ইমাম সাহেব বিতরের মধ্যে থাকেন তবে বিতরের নিয়ত করলাম আর তারাবীতে হলে তারাবীর। প্রকৃতপক্ষে তা ছিল বিতরের নামায। আমার জানার বিষয় হল, এমতাবস্থায় আমার উক্ত নিয়ত ও নামায সহীহ হয়েছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জ্বী, এক্ষেত্রে ঐভাবে নিয়ত করা সহীহ হয়েছে এবং বিতরের নামায আদায় হয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৬৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৮২
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২৩৬
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২৬
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৩০
  • হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা: ১২০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১