ইফতারে বিলম্ব করা

ইসলামী জিন্দেগীরোজা২২ ফেব, ২১

প্রশ্ন

ক. রোযা কখন কার উপর ফরয হয়?

খ. রামাযানের ইফতারের জন্য মাগরিবের আযানের পর দেরী করাতে কোন অুসবিধা আছে কি-না? আযান চলাকালীন অবস্থায় ইফতার করা যাবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ক. বালেগ হওয়ার পর থেকেই প্রত্যেক ছেলে ও মেয়ের উপর রোযা ফরয হয়। তবে বাচ্চাদের রোযার ব্যাপারে অভ্যস্ত হওয়ার জন্য শারীরিক ক্ষমতা এসে গেলে, বালেগ হওয়ার পূর্বেই রোযা রাখার হুকুম করা এবং রোযা রাখতে অভ্যস্ত করা বাবা-মায়ের দায়িত্ব।

খ. ইফতারের নির্ধারিত সময় নিশ্চিত হওয়ার পরে দেরী করা ঠিক না। উজর ব্যতিরেকে ইফতারের সময় হওয়ার পরে দেরী করা মাকরূহ। ওয়াক্ত হওয়ার পর মাগরিবের আযান যখন দেয়া হয়, তখন আযান চলাকালীন সময়েও ইফতার করাতে কোন দোষ নেই।

আবার যদি কোন মসজিদে ওয়াক্ত হওয়ার পরও মাগরিবের আযান দিতে বিলম্ব করতে থাকে, তখন ওয়াক্ত হওয়ার পর আযানের আগে ইফতার করাতে কোন অসুবিধা নেই। কিন্তু সূর্যোস্তের পূর্বে ইফতার করলে রোযা ভেঙ্গে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১০৭
  • জাওয়াহিরুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১