ইন্টারনেটে বিবাহ

মাসিক আল কাউসারবিবাহ-তালাক২৫ মার্চ, ২১

প্রশ্ন

বর্তমানে কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে এমন সুবিধা গ্রহণ করা যায় যে, দুজন দু প্রান্তে থেকে একে অন্যকে সুস্পষ্ট দেখতে পায়। প্রশ্ন হল, বর-কনে ও সাক্ষীগণ যদি উপস্থিত থেকে দুই প্রান্তে বিয়ে পড়ানো হয় তাহলে এ বিয়ের হুকুম কী? বিয়ে কি সম্পন্ন হবে? এখানে তো স্পষ্টভাবে সবাইকে দেখা যাচ্ছে।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, এভাবে বিয়ে সহীহ হবে না। বিয়ের জন্য সাক্ষীদের সরাসরি সম্মুখে তাদেরকে শুনিয়ে ইজাব-কবুল হওয়া জরুরি। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে পাত্র বা পাত্রী তার পক্ষ থেকে বিবাহ সম্পন্ন করার জন্য কাউকে প্রতিনিধি বানাবে। ঐ প্রতিনিধি অপর পক্ষকে নিয়ে দুই সাক্ষীর সামনে বিবাহ সম্পন্ন করবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯৪
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২১
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫২৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৫ মার্চ, ২১