ইদ্দতের সময় বাড়ির বাইরে যাওয়ার বিধান

মাসিক আল কাউসারবিবাহ-তালাক৩১ ডিসেম্বর, ২০

প্রশ্ন

স্বামীর মৃত্যু-পরবর্তী ইদ্দতরত মহিলার জন্য পার্শবর্তী বাড়িতে যাওয়া জায়েয হবে কি? বিশেষত যখন একা থাকার কারণে খারাপ লাগে বা বিশেষ প্রয়োজনে পাশে মায়ের বাড়ি যেতে হয় সেক্ষেত্রে  পাশে মায়ের বাড়ি যেতে পারবে কি? আর মেয়েদের তালীমের জন্য নিকটতম বা দূরবর্তী কোনো বাসায় যাওয়া-আসা করতে পারবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

স্বামীর মৃত্যু পরবর্তী ইদ্দত চলাকালীন বিধবার জন্য বাসায় অবস্থান করাই শরীয়তের বিধান। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ। তবে বিশেষ প্রয়োজনে বা খুব বেশি একাকীত্ব অনুভব হলে দিনের বেলা পূর্ণ পর্দার সাথে পাশে মায়ের বাড়ি যেতে পারবে এবং রাতের আগেই ইদ্দতের জায়গায় ফিরে আসবে। আর এ অবস্থায় তালীমের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া যাবে না। বরং বাসাতে থেকেই তালীম বা দ্বীনী কিতাবাদি পড়াশোনা করবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফে আবদুর রায্যাক, খন্ড: , পৃষ্ঠা: ১২,০৬৪
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১৯
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৩২৪
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২৩৬
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩১ ডিসেম্বর, ২০