ইচ্ছে পূর্বক কসর আদায় না করলে

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

যদি সফরে গিয়ে ইচ্ছা পূর্বক নামায কসর না করি, তাহলে কি গুনাহ হবে?

তিন দিনের দূরত্বে যাবার নিয়্যত করলে নামায কসর করতে হয়? কেউ ওয়াতনে ইকামাত থেকে বাড়ীতে যাচ্ছে, তার বাড়ীর দূরত্ব ৪৮ মাইলের বেশী। কিন্তু এখন ৪৮ মাইল যেতে মাত্র একঘন্টা  বা তার কম সময় লাগে, তাহলে সে ব্যক্তি কি পথে কসর করবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মুসাফিরের জন্য একাকী নামায পড়ার ক্ষেত্রে চার রাকা‘আত ওয়ালা ফরয নামাযে দুই রাকা‘আত পড়া (কসর করা) ওয়াজিব। তবে যদি সে কোন মুকীম ইমামের পিছনে ইকতিদা করে থাকে, তাহলে তার জন্য চার রাকা‘আতই পড়া জরূরী। যদি কোন মুসাফির ইচ্ছা পূর্বক চার রাকা‘আত ওয়ালা ফরয নামাযে কসর না করে, তাহলে সে গুনাহগার হবে। তার নামায দোহরিয়ে পড়তে হবে এবং ইস্তিগফার করতে হবে। আর যদি ভুলে চার রাকা‘আত পড়ে থাকে, তাহলে প্রথম বৈঠক করে থাকলে সিজদায়ে সাহু করে নিলে, তার নামায সহীহ হয়ে যাবে।

তিন দিনের (৪৮ মাইল) রাস্তা ১ ঘন্টায় কেন, তার চেয়ে কম সময়ে যদি কেউ অতিক্রম করে, তখনও পথে নামাযের ওয়াক্ত হলে এবং বাড়ীতে পৌঁছে পড়ার সময় পাওয়া না গেলে অর্থাৎ, পথে না পড়লে, নামায কাযা হওয়ার আশংকা থাকলে, পথের মধ্যে নামায কসর পড়তে হবে। কারণ, কসর করা নির্ভর করে দূরত্বের উপর, সময়ের উপর নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৮২
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ১২৩
  • আদ-দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১২৩
  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬১
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১